প্রকাশিত: Tue, Nov 28, 2023 12:40 PM
আপডেট: Sat, Jul 5, 2025 6:28 AM

[১]স্বতন্ত্র প্রার্থীর অনুমতি কৌশলগত [২]বিএনপির অনেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন: ওবায়দুল কাদের

মাসুদ আলম: [৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২৫ থেকে ৩০টি দল নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। বিএনপি পার্টি হিসেবে অংশ না নিলেও দলটির অনেক প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। কেউ অংশ নিলে নির্বাচন ফেয়ার, অংশ না নিলে নির্বাচন বৈধ নয়, অংশগ্রহণমূলক নয়, এই কথা দিয়ে কী জাস্টিফাই করবে।

[৪] সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে চূড়ান্ত মনোনয়নের চিঠি বিতরণের সময় এক প্রশ্নের জবাবে এসব  কথা বলেন তিনি।

[৫] নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দেওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।  নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর রেওয়াজ আছে। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন করতে পারে। সেটা করবে।

[৬] দলীয় নেতা কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলে শাস্তির কোন ব্যবস্থা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, দলীয় নেতাদের ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। এটা আমাদের আরো কিছু বিষয় নিয়ে ভাবনা-চিন্তার ব্যাপার আছে। আমাদের শরিক কারা হবে, যদি আমরা শরিকদের নিয়ে নির্বাচন করি, অথবা অপজিশন কে হয়, সবকিছু বিবেচনা করে, আমাদের ভোটারের উপস্থিতি বিষয়টা মাথায় রেখে সিদ্ধান্ত হবে। জোটটা নির্বাচনের স্বার্থে কোন পথে সুবিধাজনক- অনেক কিছু আমাদের ভাবতে হবে। নির্বাচনে মনোনয়ন ফরম জমা ও প্রত্যাহারেরও এখনো সময় আছে।

[৬] বর্তমান  এমপি বাদের প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা কাকে বাদ দেবো, কাকে রাখব বোর্ডের সিদ্ধান্ত। আমাদের একটাই কথা, উইনেবল এবং ইলেক্টেবল যে প্রার্থী তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সম্পাদনা: ইকবাল খান